Note : All deposit is refundable
এই নতুন বউয়ের ছিল দুই মেয়ে। তারাও এল তাদের মায়ের সঙ্গে থাকতে। চেহারা তাদের সুন্দর কিন্তু হৃদয় জঘন্য শয়তানিতে ভরা। বেচারা সৎমেয়েটির সময় খুব খারাপ কাটতে লাগল! তারা বলল, এই বােকাটা আমাদের সঙ্গে বৈঠকখানায় বসতে পারে না। রুটি যে খাবে তাকে সেটা রােজগার করতে হবে। মেয়েটা রান্নাঘরের দাসির কাজ করুক।' তার ভালাে ভালাে পােশাক কেড়ে নিয়ে তাকে দিল একটা পুরনাে ছাই-রঙা সায়া আর কাঠের জুতাে। তারা বলল, ‘দেমাকি রাজকন্যেকে একবার দেখ— কী সুন্দর তাকে দেখাচ্ছে!’ মুখ ভেংচে নানারকম ঠাট্টা-তামাশা করে তারা তাকে পাঠিয়ে দিল রান্নাঘরের কাজে। সকাল থেকে রাত পর্যন্ত সেখানে তাকে খাটতে হয় হাড়ভাঙা খাটুনি। কুয়াে থেকে জল সে তােলে, উনুন ধরায়, রাধে আর বাসন মাজে। তা ছাড়া সেই দুই বােনের অকথ্য আরাে নানা অপমান তাে আছেই। মটর-মসুরদানা ছাইগাদায় তারা ছড়ায় যাতে সেগুলাে বেছে বেছে তাকে তুলতে হয় আর রাতে যখন সে বেজায় ক্লান্ত হয়ে পড়ে, তাকে তারা শশাবার কোনাে বিছানা দেয় না। তাকে শুতে হয় উনুনের পাশের ছাইগাদায়। সবসময় তার গায়ে ছাই লেগে থাকে। সবসময় তাকে দেখায় খুব নােংরা । তাই তাকে তারা ডাকে সিনডারেলা বলে।