Note : All deposit is refundable
একটা চারমিনার ধরিয়ে পর পর দুটো ধোঁয়ার রিং ছেড়ে ফেলুদা বলল, ‘জিয়ােমট্রির বই বলে আলাদা কিছু নেই। যে-কোনও বই-ই জিয়ােমেট্রির বই হতে পারে, কারণ সমস্ত জীবনটাই জিয়ােমেট্রি। লক্ষ করলি নিশ্চয়ই—ধোঁয়ার রিংটা যখন আমার মুখ থেকে বেরােল, তখন ওটা ছিল পার্ফেক্ট সার্কল। এই সার্কল জিনিসটা কী ভাবে ছড়িয়ে আছে বিশ্বব্রহ্মাণ্ডে সেটা একবার ভেবে দ্যাখ। তাের নিজের শরীরে দ্যাখ। তাের চোখের মণিটা একটা সার্কল। এই সার্কলের সাহায্যে তুই দেখতে পাচ্ছিস আকাশের চাঁদ তারা সূর্য। এগুলােকে ফ্ল্যাটভাবে কল্পনা করলে সার্কল, আসলে গােলক—এক-একটা সলিড বুদ্বুদ, অর্থাৎ জিয়ােমেট্রি। সৌরজগতের গ্রহগুলাে আবার সূর্যকে প্রদক্ষিণ করছে এলিপটিভ কার্ভে। এখানেও জিয়ােমেট্রি। তুই যে একটু আগে জানালা দিয়ে থুক করে রাস্তায় থুতু ফেললি—অবিশ্যি ফেলা উচিত নয়—ওটা আনহাইজিনিক—নেক্সট টাইম ফেললে গাঁট্টা খাবি—ওই থুতুটা গেল কিন্তু একটা প্যারাববালিক। কার্ভে-জিয়ােমেট্রি। মাকড়সার জাল জিনিসটা ভাল করে দেখেছিস কখনও।