Note : All deposit is refundable
ফুফু বিয়াত্রিসের বাড়িতে চে প্রায়ই যেত। রাতে খাবার খেত। রাত জেগে পড়াশুনা করত। ফুফু তাকে মা’র সমতুল্য আদর-যত্ন করতেন। অবিবাহিত ফুফু বিয়াত্রিস ছিলেন সূচিবায়ুগ্রস্ত। কারাে সঙ্গে হাত মেলানাের পর হাত ধুয়ে ফেলতেন। নিম্নশ্রেণীর লােকদের সঙ্গে মেলামেশা পছন্দ করতেন না। এই নিয়ে চে তার ফুফুর সঙ্গে খুব মজা করত। কোনাে মেয়ের সঙ্গে চে’র বন্ধুত্ব হয়েছে শুনলে খুঁটিয়ে খুঁটিয়ে জানতে চাইত মেয়েটির জাত-পাত কী? চে তখন হেয়ালি করে বলত—নিচু শ্রেণীর মেয়ে। আর শুরু হয়ে যেত বিয়াত্রিসের শাসন-বারণ ।