Note : All deposit is refundable
সাপের কামড়ে মানুষ মারা যায়। কিন্তু মৌমাছির কামড়ে যে এরচেয়ে তিনগুণ মানুষের মৃত্যু হয় তা আমাদের জানা নেই। সাপ হলেই যে বিষধর তা ঠিক নয়। পৃথিবীর সকল প্রজাতির সাপের মাত্র ১০ ভাগ বিষধর। সাপ আমাদের অনেক উপকারেও আসে। এদের ঘিরে রয়েছে নানামুখী গবেষণা ও ব্যবসা-বাণিজ্য। সাপ পরিবেশ-চক্রের এক অবিচ্ছেদ্য অংশ। আমাদের প্রকৃতিকে জানতে হলে জানতে হবে সাপ-গোষ্ঠীকেও। জানতে হবে বিজ্ঞানের আলোকে, কুসংস্কার ও অপবিজ্ঞানের আঙ্গিকে নয়। সাপের আদ্যন্ত জানতে হলে এ বইয়ের জুড়ি নেই।