Note : All deposit is refundable
ছয়জনকে সময় সম্পর্কে ব্যাখ্যা করতে বললে ছয়জনই অন্ধজনের হাতির আকার বর্ণনা করার মতােই ছ'রকম উত্তর দেবে। একজন পদার্থবিজ্ঞানী বলেন, সময় হলাে বিশ্বের মূল দুটি কাঠামাের একটি, অন্যটি হলাে স্থান। ঘড়ি মিস্ত্রির কাছে সময় হলাে তার হাতের কাজের টিক্ট। একজন সায়েন্স ফিকশনের আগ্রহী পাঠকের কাছে সময় হলাে ফোর্থ ডাইমেনশন। একজন জীববিজ্ঞানী সময়কে দেখে । চক্র হিসেবে, যা উদ্ভিদ ও প্রাণিকুলকে প্রকৃতির পর্যায়ক্রমিক পরিবর্তনের সাথে সমন্বয় রাখতে সাহায্য করে। একজন ব্যাংকারের কাছে সময় হলাে টাকা, যখন বৌদ্ধ ভিক্ষুরা সময়কে বিবেচনা করেন অনন্তকাল ধরে ফিরে আসা প্রকৃতির চক্র হিসেবে। মনােবিজ্ঞানীরা বলেন, দুই বছরের কমবয়সী শিশুদের সময়প্রবাহ সম্পর্কে খুব অল্পই বােধ আছে। এই ব্যাপারটা সম্ভবত আমাদের আদিম পূর্বপুরুষদের বেলায়ও প্রযােজ্য।