Note : All deposit is refundable
কোরিয়ায় অনেক ছােট-বড় পাহাড় আছে। পাহাড়ের কোল বেয়ে বয়ে চলেছে ঝরনাধারা। বড় বড় আকাশছোঁয়া গাছপালা চারপাশে। দূরে সরু রেখার মতাে পাহাড়ি নদী। এরকমই এক ক্ষীণস্রোতা পাহাড়ি নদীর পাশে ছােট্ট এক কুঁড়েঘর । সেই ঘরে বাস করে তিনটি সুন্দরী ছােট মেয়ে আর তাদের মা। পাহাড়ের কোলে কোলে তারা খেলে বেড়ায়। গাছের ফলমূল পেড়ে খায়। ঝরনার জলে স্নান করে।
বড় মেয়েটার নাম ছিল হায়সুনি। অর্থ হচ্ছে সূর্য। মেজো মেয়েটার নাম টায়সুনি।