Note : All deposit is refundable
একটা ফায়ার বক্স। কতই বা দাম। এক টাকা-দুই টাকা। অযতœ অবহেলায় পড়ে থাকে চুলোর কোনো কোনে। যখনই কেউ একটি কাঠি নিষে ঘর্ষণ করে তখনই প্রজ্জ্বলিত হয়ে তার ক্ষমতা দেখায়। লেগে যেতে পারে ভয়াবহ তান্ডব। হাজার হাজার অগ্নি নির্বাপণ কর্মীর ছুটাছুটি। ‘প্রসূনদের জন্য ভালবাসা’। এই একটু ভালবাসার ঘর্ষণই পারে তাদেরকে প্রস্ফুটিত করতে, জ্বালিয়ে তুলতে। বইটি লেখকের একমাত্র সন্তান প্রসূনকে নিয়ে লেখা। প্রসূনদের বয়সী হাজারো প্রসূনকে নিয়ে বিভিন্ন সময়ে লেখা কলাম ও ফেসবুক স্ট্যাটাসের সংকলন এটি। বিমান আর ঘুড়ি দুটোই বাতাসে ভেসে বেড়ায়। কিন্তু বিমানকে যেমন সুতো দিয়ে বাঁধা যায় না তেমনি ঘুড়িকে বিমানের মতো মুক্ত করে দেয়া হলে উড়তে পারে না। যাকে তার মতোই চলার উপযোগী পরিবেশ সৃষ্টি করে দিতে হয়। প্রসূনদের জীবন এখন এক গাদা বইয়ের মাঝে বন্দী। প্রসূনদের জীবন এখন ২২ গজের ক্রিকেট ক্রিজ পেড়িয়ে কম্পিউটার গেমসের মধ্যে সীমাবদ্ধ। কর্পোরেট জীবনের ইট-সুরকিতে চাপা পড়ে যাচ্ছে তাদের শৈশব।