Note : All deposit is refundable
অনেক দিন আগের কথা। হ্যামেলিন নামে একটি শহর ছিলাে। সেই শহরটি ছিলাে খুবই সুন্দর। কিন্তু হ্যামেলিন শহরে যারা বাস করতাে
তাদের মনে কোনাে আনন্দ ছিলাে না। তাদের সব আনন্দ কেড়ে নিয়েছিলাে ইঁদুর। শত শত ইঁদুর। হাজার হাজার ইঁদুর। লাখ লাখ ইঁদুর। ছিমছাম শহর হ্যামেলিনের সবখানে শুধু ইঁদুর আর ইঁদুর।