Note : All deposit is refundable
কিন্তু তুমি শ্বাসের মাধ্যমে যে পরিমাণ অক্সিজেন দেহে গ্রহণ করাে, তার চার ভাগের এক ভাগই ব্যবহার করে তােমার মস্তিষ্ক। অথচ আপাতদৃষ্টিতে মনে হয়, কোনাে কাজ না করে খুলির মধ্যে শুধু শুধু বসে থাকে মস্তিষ্ক। কিন্তু এসব ঘটনায় নিশ্চিতভাবেই প্রমাণিত হয়, মস্তিষ্ক এমন বিশেষ কোনাে কাজ করে, যা আমাদের দেহের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আবার ধরাে, বিশেষ কোনাে কারণে মাঝে মাঝে অনেকের শ্বাসপ্রশ্বাস বন্ধ হতে দেখা যায়। এর ফলে তার দেহের ভেতর প্রয়ােজনীয় অক্সিজেন যেতে পারে না। দেহের বেশির ভাগ অংশই অক্সিজেন ছাড়া কিছুটা সময় টিকে থাকতে পারে। কিন্তু অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে গেলে, মাত্র কয়েক মিনিটের মধ্যেই অকেজো হয়ে যায় মস্তিষ্ক। এতে মস্তিষ্কের সব কাজ বন্ধ হয়ে যায়। সব শেষে মানুষটি মারা যায়।
আইজাক আসিমভ (জানুয়ারি ২, ১৯২০[১] – এপ্রিল ৬, ১৯৯২), আইজ়াক অ্যাজ়িমভ় ছিলেন রাশিয়ান বংশোদ্ভুত এবং রাশিয়ায় জন্মগ্রহণকারী প্রখ্যাত মার্কিন লেখক এবং জৈব রসায়নের অধ্যাপক। তিনি মূলত বিজ্ঞান কল্পকাহিনী এবং জনপ্রিয় বিজ্ঞান বিষয়ক রচনায় সিদ্ধহস্ত ছিলেন এবং এক্ষেত্রে তার সাফল্য গগনচুম্বী। যোগ্যতা বিবেচনায় তাকে বিজ্ঞান কল্পকাহিনীর গ্র্যান্ড মাস্টার আখ্যায় ভূষিত করা হয়েছে। তিনি জীবনে ৫০০'র-ও অধিক গ্রন্থ রচনা ও সম্পাদনা করেছেন, লিখেছেন প্রায় ৯,০০০ চিঠি ও পোস্টকার্ড। ডিউই দশমিক পদ্ধতি দ্বারা চিহ্নিত ১০টি প্রধান বিষয়ের ৯টির উপরেই তিনি লিখেছেন। আর দর্শনের চিহ্নিত ১০০টি বিষয়ের মাত্র একটির উল্লেখ তার রচনায় পাওয়া যায়না। বিজ্ঞান কল্পকাহিনীর এই পণ্ডিত তার জীবদ্দশায় চিহ্নিত বিজ্ঞান কল্পকাহিনীর বিগ থ্রি-এর একজন ছিলেন। অন্য দুজন ছিলেন রবার্ট এ হাইনলেইন এবং আর্থার সি ক্লার্ক।