Note : All deposit is refundable
এক পাহাড়ের চূড়ায় আমার বাংলা। সামনেই সমুদ্র। বর্ষার সময় কাদায় ভরে যায় বাংলাের চারপাশ, তখন হাঁটাচলা করা দুষ্কর হয়ে ওঠে।
যে জানালার কাছে বসে আমি লিখতাম, সেটা দিয়ে সামনে তাকালেই দেখা যেত একটা জলাশয়। ওই জানালা দিয়েই প্রথমবার দেখি আমি ক্যাভরকে। তখন সূর্য ডুবতে বসেছে। আকাশে সবুজ আর হলুদ রঙের ছড়াছড়ি। দিগন্তের সেই উজ্জ্বল, রঙচঙে পটভূমিতে অদ্ভুত দেখাচ্ছিল তখন লােকটাকে । বেঁটে আর মােটা। মাথায় ক্রিকেট খেলােয়াড়দের টুপি, গায়ে ওভারকোট। অদ্ভুত ভঙ্গিতে মাথা দুলিয়ে হাত ঝাঁকাতে ঝাকাতে এগিয়ে আসছিলেন তিনি। আমার জানালার কাছে এসে হঠাৎ