Note : All deposit is refundable
ঈর্ষার চোখে বাকের দিকে তাকাত। বাককে পেয়ে মিঃ মিলারের দুই ছেলে ওকে তাদের সঙ্গে পুকুরে সাঁতার কাটতে ডাকত। তবে সে সেই ডাকে সাড়া দিত না। বরং প্রভু বন্ধু মিলারের পাশে হেঁটে বেড়াতে বেশি। পছন্দ করত। প্রাতঃভ্রমণ শেষে খামারের এক প্রান্তে হেমন্তের ফলেভরা বাগানে যেত তারা। বাগানে মালীর সহকারী ম্যানুয়েল বাকের দিকে। তাকিয়ে মনে মনে হাসত। একমাত্র সেই জানত বাকের এই আয়েসী জীবন অচিরেই শেষ হতে যাচ্ছে। রাতে খাবারের পর বাক তার মনিবের পায়ের কাছে চুল্লির পাশে শুয়ে আগুনের শিখার দিকে তাকিয়ে থাকত। এ সময় তার বৃদ্ধ মনিব মানুষের মতােই তার সঙ্গে সুখ-দুঃখের কথা বলতেন, ‘জানাে বাক, আজকাল মানুষ স্বর্ণের জন্য পাগল হয়ে উঠেছে।