Note : All deposit is refundable
সংখ্যা নিয়ে কথা বলার আগে তােমাদেরকে একটা প্রশ্ন করি। আচ্ছা, বলতাে সংখ্যা আর অঙ্কের মধ্যে পার্থক্য কী? এরা কি একই? আমার বিশ্বাস তােমরা সবাই জানাে এদের মধ্যে পার্থক্য কী। তবে যাদের যাদের এ মুহূর্তে মনে পড়ছে না, তাদের জন্য আমি পার্থক্যটা ছােট্ট করে বলছি। এক লাইনে বলতে গেলে পার্থক্যটা হচ্ছে, এক বা একাধিক অঙ্ক দিয়ে সংখ্যা গঠিত হয় এবং আমরা যে সংখ্যা-পদ্ধতি ব্যবহার করি তাতে শূন্য হতে নয় পর্যন্ত মােট দশটি অঙ্ক আছে। অর্থাৎ 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। তােমরা চিন্তা করে দেখাে, যত ছােট বা বড় সংখ্যাই হােক-না-কেন, তােমরা তা এ দশটা অঙ্ক ব্যবহার করে লিখতে পারাে।