Note : All deposit is refundable
সাপটি এর মধ্যে রং পালটে লাল মাটির রং ধারণ করেছে। দূর থেকে এখন কারও পক্ষে বুঝা দুঃসাধ্য যে মাটির ওপর একটি সাপ আছে। এজন্য কেউ সাপটির উপস্থিতি টের পাবে না। সাপটি ধীর গতিতে সামনের দিকে এগােচ্ছে, ইচ্ছে দ্রুত লাল মাটির অংশটুকু পার হয়ে ওপাশে সবুজ ঘাসের মধ্যে পৌছানাে। একসময়
সাপটি সবুজ ঘাষে পৌছেও গেল। ঘাষের ওপর পৌছামাত্র শরীরের লাল রং আবার সবুজ হতে লাগল। উদ্দেশ্য আগের মতাে একটাই, আত্মরক্ষা। কারণ দূর থেকে সবুজ ঘাসের মধ্যে সাপটির সবুজ শরীর দেখা যাবে না। অবশ্য এবার ভাগ্য সুপ্রসন্ন।
হলাে না। শরীরের রং সবুজ হওয়ার আগেই মাঝারি আকৃতির একটি পাখি হঠাই ছোঁ মেরে তুলে নিয়ে গেল সাপটিকে। নিলির একবার ইচ্ছে হলাে সে সাপটিকে বাঁচায়। পরে অবশ্য সে নিজেই সিদ্ধান্ত পালটাল। কারণ যা কিছু ঘটছে সবকিছুই প্রকৃতির নিয়মের মধ্যে। পাখি সাপ খাবে এটাই স্বাভাবিক। এটা প্রকৃতির নিয়মের কোনাে ব্যত্যয় নয়। কাজেই সে সাপটিকে বাঁচাবে না বলেই চূড়ান্ত সিদ্ধান্ত নিল।