Note : All deposit is refundable
নান্টু এমন কোনাে ভালাে ছাত্র না। সে হচ্ছে ‘টিটিপিকে’ ছাত্র, মানে টেনে টুনে পাশ করা টাইপ ছাত্র। কিন্তু এবার ফাইনাল পরীক্ষার রেজাল্টে একটা অদ্ভুত ঘটনা ঘটেছে নান্টুর । সাধারণত তার অঙ্কে বা ইংরেজিতে তেত্রিশ। বা সারে বত্রিশ থাকে (স্যাররা আধা মার্ক গ্রেজ দিয়ে তেত্রিশ বানিয়ে দেন)। মানে যাকে বলে টেনেটুনে তেত্রিশে পাশ। কিন্তু এবার যেটা হয়েছে নান্টুর সব সাবজেক্টে তেত্রিশ! আটটা সাবজেক্টেই সে তেত্রিশ পেয়েছে! শুধু সমাজ বিজ্ঞানে সারে বত্রিশ মানে ঐ তেত্রিশ (স্যার আধা মার্ক দিয়ে তেত্রিশ)। এটা কী করে সম্ভব??