Note : All deposit is refundable
সক্রেটিসের জীবন অন্যান্য সাধারণ অ্যাথেন্সবাসীর মতােই সাধারণ ছিল। অন্তত বাহির থেকে দেখে সক্রেটিসের জীবনধারার সাথে সাধারণ মানুষের জীবনধারার কোনাে পার্থক্য বােঝা যেত না। তার বিবাহিত পারিবারিক জীবনও ছিল নিতান্তই সাধারণ। তার স্ত্রীর নাম ছিল জানথিপি। এমন একটি কথা প্রচলিত ছিল যে, সক্রেটিসের স্ত্রী অত্যন্ত বদমেজাজী ও ঝগড়াটে মহিলা ছিলেন। কিন্তু প্লেটো সক্রেটিসের জীবন সম্পর্কে যা বর্ণনা দিয়েছে সেখানে এরূপ কোনাে কথার উল্লেখ নাই। সক্রেটিস ও জানথিপির তিনটি সন্তান ছিল। এদের নাম ল্যাক্সোক্লিস, সফ্রোনিমকস, মিনিক্লিনস। মনে করা হয় সক্রেটিস বেশি বয়সে বিয়ে করেছিলেন। কারণ, সত্তর বছর বয়সে যখন তাকে মৃত্যুদণ্ড দেয়া হয় তখন তার বড় ছেলেটি ছিল একজন বালক; আর বাকি দুইজন নিতান্তই শিশু।