পরমাণু পাঠ অ আ ক খ’ বইটিতে তােমার চারদিকে যা কিছু রয়েছে, যা কিছু ঘটছে তা সম্পর্কে তােমাকে জানতে ও বুঝতে সাহায্য করবে। তুমি জানতে পারবে কোন বৈজ্ঞানিক নিয়ম অনুসরণ করে এ সব কিছু ঘটছে। এই বইটি তােমাকে নিউক্লিয়ার ফিজিক্সের আকর্ষণীয় জগতে নিয়ে যাবে। মানুষ অনেক আগে থেকেই প্রকৃতিপ্রদত্ত আশির্বাদকে নিজের কল্যাণে ব্যবহার করতে শিখেছে। এর মধ্যে অবশ্যই উল্লেখযােগ্য হলাে সাশ্রয়ী ও প্রায় অশেষ শক্তির উৎসের আবিষ্কার। বর্তমানে এই শক্তি উৎপাদিত হচ্ছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রগুলাে থেকে। তবে ভবিষ্যতে আমরা আরাে উন্নত থার্মোনিউক্লিয়ার কেন্দ্র থেকে বিদ্যুৎ পাওয়ার পরিকল্পনা করছি। যখন বড় হবে কে জানে হয়তাে তুমি এর চাইতেও কার্যকরী কোন কিছু আবিষ্কার করতে সক্ষম হবে।