সফল ব্যাক্তি নিয়ে কথা বলতে গেলেই আমরা ভাবি তারা কেমন করে কাজ করতো, তারা কেমন জীবনযাপন করতেন, কীভাবে তারা এত সফল—কিন্তু কেন আমরা সফল না? কারণ আমরা জাস্ট নিজেদের জানি না আর নিজেদের ভেতরে থাকা গুনাগুণগুলো কে ব্যবহার করতে পারি না।Outliers বইটিতে লেখক জানাতে চেয়েছেন কীভাবে আমাদের স্কিল্ড হতে হয় আর কীভাবে সেই স্কিল এ নিজেকে মাস্টার করে সামনের দিকে যেতে হয়। এই বইয়ের একটা লাইন পড়লেই আপনি বুঝবেন বইটি কেন আপনি পড়বেন আর সেই লাইন টা হলঃ “Who we are cannot be separated from where we’re from.