‘মকবরা’ উপন্যাসের নবাব সরজ খাঁ, মজনু শাহ, বহরাম, ইব্রাহীম দালি, জিয়াউদ্দিন বারণি এরা এই সময়ের মানুষ নন। সেই নবাবী আমল, মহলের কূটচাল, বিলাসী জীবন যা কিছু ঠাই পেয়েছে ইতিহাসে তাকে, তাদের এড়িয়ে যাওয়া হয়েছে উপন্যাসে। লেখক নিজেকে সাধারন দাবী করে সেই সব পুরনো দিনের সাধারন, উপেক্ষিত মানুষগুলোকে নিয়ে গল্প ফেঁদেছেন। সেই সময়ের কিছু পাগলাটে মানুষের গল্প, জীবন যাপন শব্দ দিয়ে আঁকার যে চেষ্টা করা হয়েছে তাতে ইতিহাস নেই বরং আছে ইতিহাসের অংশ না হতে পারা মানুষজন।