খুব অল্প সাহিত্যিকই পারেন বড় বিষয়কে ছােট বইয়ের মধ্যে ধরতে। সে কারণে দুনিয়ায় ছােট গল্পের সংখ্যাই বেশি। আরেকটি বড় দুর্বলতা উপন্যাসে প্রায়ই চোখে পড়ে- বাহুল্য নিয়ে চর্চা করা। এ দুটো থেকে মুক্ত হয়ে লিখতে পারা বড় ধরনের সক্ষমতা। সেই সাফল্যের অন্যতম দাবিদার পার্ল এস বাক। জন্য আমেরিকায় হলেও বাকের জীবনের প্রথম-তৃতীয়াংশ কাটে চায়নায়। ফলে প্রাচ্য সংস্কৃতির সবচেয়ে রহস্যময় এলাকার পরিচয় তার লেখাতেই প্রথম উদ্ভাসিত হয়। চাষি জীবন আঁকায় তার মতাে সাফল্য খুব কম লেখকই দেখাতে পেরেছেন। অত্যন্ত প্রাঞ্জল ভাষায় সত্যকে উপস্থাপন করার দুর্লভ ক্ষমতার অধিকারী ছিলেন তিনি। ব্যক্তিজীবনে ‘মিশনারি’ হওয়ায় সেবা ও কল্যাব্রত ছিল তার জীবনেরই অংশ। পাশাপাশি বাক ছিলেন স্পষ্টভাষী, সত্যের পক্ষাবলম্বনকারী এবং নারী ও শিশু অধিকার রক্ষায় প্রাগ্রসর। বিশেষত, পৃথিবীর বিভিন্ন দেশে জন্ম নেওয়া আমেরিকান যুদ্ধ-শিশুদের অধিকার প্রতিষ্ঠায় তিনি ছিলেন আমৃত্যু লড়াকু।