দ্বিতীয়বার যখন ভ্রমণ করছি তখন আমার প্রবন্ধ ‘আনন্দবাজার পত্রিকার রবিবাসরীয়তে ধারাবাহিক বার হচ্ছে, লেখাগুলি যে উচ্চস্তরের তা আমি বলি না, তবে লক্ষ্য করেছি, বাঙলাদেশের বিভিন্ন জেলার নানা স্তরের বহু ব্যক্তি ঐগুলি নিয়মিতভাবে পড়েন, আর এই জাতীয় অনুসন্ধান বা প্রচেষ্টা বিষয়ে অনেকে সহানুভূতিশীল। অনেকে। উপযাচক হয়ে সাহায্য করেছেন নানারূপ, আশ্রয় দিয়েছেন, সাইকেল গরু বা মােষের গাড়ি ব্যবহার করতে দিয়েছেন তরুণরা দুর্গম বা যে পথে কোন ভয়ের কারণ আছে সঙ্গী হয়েছেন স্বেচ্ছায়। অনেক অনেকে লৌকিক দেবতার সন্ধান দিয়েছেন, যা আমি আগে জানতাম না।