প্রায় বছর দুয়েক যাবৎ গল্প-সংক্রান্ত কোনাে বিষয় যখনই যা মাথায় এসেছে তা নােট করে রেখেছি, কিন্তু ওগুলাে নিয়ে ঠিক কী করবাে বুঝে উঠতে পারছিলাম না। যে রাতে ঠিক করলাম লেখা শুরু করবাে, তখন বাড়িতে আমার হাতের কাছে কোনাে নােট বই না থাকায়, আমার বাচ্চারা ওদের রচনা খাতা ধার দিলাে আমাকে। এবং মাঝে মাঝে প্রায়ই যখন আমরা ভ্রমণে বেরােতাম, হারিয়ে যাবার আশঙ্কায় ঐ রচনা খাতা ওরা ওদের স্কুল ব্যাগেই বহন করত। এত বিস্তারিত নােটসহ চৌষট্টিটি থিম আমি তৈরি করে ফেলেছিলাম যে তখন বসে শুধু লিখে ফেলাই বাকি ছিল।