অভিজ্ঞতায়, নদীর ধারে বসে থাকা দিন আমারও আছে। নদীরা নদীর মতােই... নদী যেমন হয় আর কি- নদী যেমন বুকটা চিতিয়ে ধরে, আমরা বলি ঢেউ, তখন নদীর বুকে বুক মেলাতে ইচ্ছে হলেই ঝাপ দি আমি, নাে প্রবলেম, নদী কখনাে নিষেধ করতে শেখেনি, সে দৌলতেই সাধ্যমতাে সাঁতার দিয়ে ফিরি, ফিরি কিংবা বসেই থাকি ঘাটে, নদীর ধারে; এই থাকাটার নামই কি তবে সুখ? ও তাইলে আরেকটু বলি, নদীর নাম চিত্রা সাহা, বাড়ির ছােট মেয়ে, উচ্চতা পাঁচ ফুট চার, যার হাঁটাচলারাই ছন্দ ফেরি করে, কিনতে ইচ্ছে করে, সুখ ভরন্ত লাগে।