মানুষ ও অন্যান্য জীবের মধ্যে নানা বিষয়ে প্রভেদ রয়েছে: প্রভেদগুলির কতকগুলি বদ্ধিবৃত্তিক কতকগুলি আবেগগত। অন্যতম আবেগগত তফাৎ এই যে মানবিক কামনা-বাসনা মূলত সীমাহীন, আর এসব কামনা-বাসনার সম্পূর্ণ সন্তুষ্টি কখনােই ঘটেনা। এ ক্ষেত্রে মানুষের সঙ্গে জীব-জগতের মােটেই মিল নেই। যেমন বৃহৎ অজগর পেট ভরে আহার গ্রহণ করার পর নিশ্চিন্তে নিদ্রা যায়, ফের খিদে বােধ না হলে সে আর জেগে ওঠে না; অন্যান্য জীবের আচরণ যদি অনুরূপ না হয়ে থাকে তাহলে বুঝতে হবে যে তারা পেট ভরে খেতে পায় নি, কিংবা তারা শত্রুর ভয়ে ভীত। জীবজগতের কর্মকাণ্ডের প্রেরণা হলাে বেঁচে থাকা এবং প্রজননের তাগিদ, যা কিছু তারা করে এর জন্যই করে, এর বাইরে তারা কিছু করে না।