নেতাজী সুভাষ বসু যখন আজাদ হিন্দ ফৌজের নেতৃত্ব গ্রহণ করে স্বাধীনতা অর্জনের জন্য সশস্ত্র যুদ্ধে লিপ্ত, তখন কংগ্রেস নেতারা ফ্যাসিবাদের সঙ্গে হাত মেলানাের অভিযােগ তুলে নেতাজীর বিরােধিতা করছিলেন। জওহরলাল নেহেরু বলেই বসলেন, তিনি মুক্ত তরবারি হাতে সুভাষ বসুকে প্রতিরােধ করবেন। কংগ্রেস নেতাদের মধ্যে সম্ভবত একজনই ভিন্নভাবে কথা বলেছেন। তিনি হচ্ছেন গান্ধীজী। ইতিপূর্বে মহাত্মা গান্ধী সুভাষ বসুর প্রসঙ্গে তার মহৎ আত্মার পরিচয় তুলে ধরতে ব্যর্থ হয়েছিলেন। কিন্তু সুভাষ বসুর অন্তর্ধান ও আজাদ হিন্দফৌজ গঠনের পর তিনি নেতাজীর প্রতি সহানুভূতিশীল হয়ে উঠেছিলেন।