বাউলরা যতােকাল ক্ষমতাবানদের নজরের বাইরে ছিলেন সমস্যার মাত্রা ততােকাল তীব্র ছিল না। বাংলার সমাজমানস থেকে বিকশিত হয়েছিল বাউল তত্ত্ব, আর লােকসমাজ থেকে জন্ম নিচ্ছিলেন বাউল-সাধক। নদী-ভাঙনের দেশের মানুষ জীবনের অনিত্যতা সম্পর্কে সহজাত ধারণা গড়ে নেয়। আর সমাজের
একেবারে দরিদ্রজনের জন্য এই অনিত্যতা যেমন প্রাকৃতিক তেমনি সামাজিকও বটে। ফলে বাউলসাধনায় তাদের প্রবেশাধিকার ছিল সহজ। তাে এই বাউল সম্প্রদায় প্রথম সরকারের সদয়দৃষ্টি তথা কৃপালাভ করলেন আইয়ুব আমলে। পূর্ব পাকিস্তানের অর্ধশিক্ষিত লাট বাহাদুর মােনেম খানকে আইয়ুব বশংবদ তল্পিবাহক হিসেবে পেয়েছিলেন এবং বাঙালি সংস্কৃতির পাকিস্তানিকরণ তথা ইসলামীকরণের যে প্রয়াস নেয়া হয়েছিল তার অভিঘাত থেকে লালনও রেহাই পান নি। লালনের।