একদিন এলিজাবেথ ম্যাকেলভীও আগন্তক হয়ে এসেছিলেন এখানে। দীর্ঘ এক শীতের শেষে, বাস্তব এবং রূপক দুই অর্থেই, এক বসন্ত দিনে এই কবরস্থানের খিলান দিয়ে ভেতরে ঢুকেছিলেন তিনি। নিখুঁত, মসৃণ চুনাপাথরের গায়ে হাত রেখে, ঘন, ভেজা ঘাসের ওপর সন্তর্পণে পা ফেলে এগােচ্ছিলেন তিনি। সেদিন আকাশ ছিল পরিষ্কার, নীল ; কচি-কোমল পাতায় সূর্যের আলাে পিছলে পড়ে ঝিলিক দিয়ে উঠছিল। যে গাড়িটিতে তিনি এসেছিলেন, সেটি কোথায় উধাও হয়ে গেছে। গাড়ির চালক খানিকটা তফাতে গাছের ছায়ায় বিশ্রাম নিচ্ছিল। এই নতুন পৃথিবীতে তিনি ভাবনার অতলে তলিয়ে গিয়েছিলেন। একদিন তিনিও এখানে চিরনিদ্রায় শায়িত হতে পারবেন- এমন একটা ভাবনা স্বভাবতই উকি দিয়েছিল মনে।