জাহাজঘাটা আর ভােলা সমুদ্রের মাঝখানে সরু হয়ে আসা জিহ্বার মতাে দেখতে
যে ভূমিখণ্ড, তার সবচেয়ে উঁচুতে জাহাজের মতাে মজবুত করেই বানানাে হয়েছিল বাড়িটা—তিন-তিনটি হারিকেনকে ও বুড়াে আঙুল দেখিয়েছে। ছায়া দেওয়ার উপযােগী করে রােপণ করা নারকেল চারাগুলাে বড় হয়েছে, বাণিজ্য বায়ুর ধাক্কায় ওরা নুয়ে পড়ে, শুয়ে পড়ে না । দরজা খুলে বের হলে তুমি সামনের পাথুরে বুলি ধরে নিচে নেমে সৈকতের সাদা বালু মাড়িয়ে সােজা গালফ স্ট্রীমে নেমে যা ডােবাতে পার। বাতাস যখন দম বন্ধ করে থাকে, তখন তুমি উপসাগরীয় স্রোতের দিকে তাকালে দেখবে কালচে নীল জমাট জলরাশি।