কারাে কারাে এমনও মনে হতে পারে : জীবকালে যিনি এমন স্বল্পজ্ঞাত ও অবহেলিত ছিলেন, তাঁর মৃত্যুর পরবর্তীকালে হঠাৎ-উৎসাহের অনেকটাই হয়তাে উচ্ছাস। আর এই প্রশ্ন উঠলেই তিনি আমাদের মুখােমুখি এসে দাঁড়ানআমাদেরও নয়, ইতিহাসের, যে-ইতিহাস কাউকে ক্ষমা করে না, কিন্তু প্রাপ্য চুকিয়ে দিতে চায়। এই ধরনের পরিস্থির সামনে আমরা দেখি মােতাহের হােসেন চৌধুরীর পূর্ণ পরিচয়-পত্র এগিয়ে দিচ্ছে সমকালীন সাহিত্য-ইতিহাস।