চিলেকোঠার ঘরটিতে জেগে শুয়ে আছি। নিচের থেকে কোনাে ঘড়িতে ছটা বাজবার আওয়াজ শুনতে পেলাম। ততক্ষণে বেশ রােদ উঠে গেছে, সিঁড়ি দিয়ে লােকজনের নামা-ওঠা শুরু হয়ে গেছে। দরজার পাশে ঘরের দেওয়ালে যেখানে ‘মর্গেনব্লাডেট' কাগজের পুরনাে সংখ্যাগুলাে সঁটা রয়েছে, সেখানে বাতিঘরের ডাইরেক্টরের একটা নােটিশ আর তার একটু বাঁ দিকে ফ্যাবিয়ান ওলসেন-এর তাজা সেঁকা পাউরুটির একটা বড়সড় বিজ্ঞাপন আমি পরিষ্কার দেখতে পাচ্ছিলাম।