ভিড় থেকে একটি যুবতী বেরিয়ে যাচ্ছিল তার বাড়ির দিকে—বােধ হয় দুএকটা পয়সা এনে ঐ বাজিয়েটাকে দেবার জন্যে। কিন্তু ঐ রাগী লােকটা বুঝলাে ভুল; ভাবলাে বুঝি, পয়সা দেবার ভয়ে পালাচ্ছে; তাই তাকে বিদ্রুপ করলাে। শুনে, বাজিয়েটা এবার আর চুপ করে থাকতে পারলাে না; তার আচরণের তীব্র নিন্দা করলাে। আর যায় কোথায়? একে তাে লােকটা তার কথা অবাধ্য হওয়ায় রেগে ছিল ঐ বাজিয়েটার উপর। তার মুখে নিজের কাজের সমালােচনা শুনে—আর নিজেকে সে সংযত রাখতে পারলাে না;