নিঝুম পূর্ণিমা, দূরে আকাশের গায়ে পাহাড়ের আঁকাবাঁকা রেখা, ফাইনম্যান এত দূরে থেকেও সাদা মানুষদের ক্যাম্পের শূকরপােড়া গন্ধ টের পায়। সে এক চিমটি মাটি তুলে তার জিভের নিচে রাখে আর মনে-মনে জপ করে। মা বসুধা আমায় তােমার কাছে রাখ, মা বসুধা আমায় তুমি আগলে রাখ। পূর্ণিমার আলােয় প্রান্তর ভেসে যাচ্ছে, আকাশে চাঁদকে মনে হচ্ছে বণিকের রূপালী আয়না, উলফ উইলাে আর সেজ ঝােপের ধূসর পাতা জ্যোৎস্নার আলােয় রূপালী দেখাচ্ছে, কেউ যেন বরফকুচি ছিটিয়ে দিয়েছে। ভরা চাঁদের আলােয় ঘােড়া চুরি করা বিপজ্জনক হােক না সে ঘােড়া মাথা মােটা সাদামানুষদের।