যুদ্ধ শেষ হওয়ার দশদিন পর আমার বােন লরা একটি সেতুর ওপর থেকে গাড়িসহ উল্টে পড়ল। সেতুটার তখন মেরামতের কাজ চলছিল: বিপদসীমা নির্দেশক চিহ্ন মাড়িয়ে সােজা সামনের দিকে এগিয়ে যায় ও, পড়ে যায় একশ' ফুট নিচে গভীর সঙ্কীর্ণ উপত্যকায়, দু'পাশের গাছ-গাছালির নতুন পাতা-গজাননা নরম ডগাগুলােকে ছিন্নভিন্ন করে নিচের দিকে যাবার সময় হঠাৎ আগুন ধরে যায় গাড়িটায়। গড়াতে গড়াতে উপত্যকার তলদেশে অগভীর ক্রিকের ভেতর গিয়ে পড়ে ওটা। সেতুর কয়েকটি ভাঙা টুকরােও হুড়মুড় করে পড়ে ওটার সঙ্গে। আগুনে পােড়া কয়েকটা কালাে টুকরাে ছাড়া আমার বােনের আর তেমন কিছু পাওয়া যায়নি।