তারপর তারা পাতা উল্টায়, চোখ বােলায় অন্য কোনাে খবরের শিরােনামে। কিন্তু ‘জেলার’ যে সমস্ত লােক তাদের চিনত, অনেক বছর ধরে অন্যের মুখে গল্প শুনে অথবা শুধু মুখ দেখে, তাদের কেউ এত দ্রুত পাতাটা উল্টায়নি। কেউ কেউ হয়ত অনুচ্ছেদটি কেটে পকেটে ভরেছে, রেখে দিয়েছে পুরনাে চিঠিপত্র অথবা কোনাে বইয়ের ভেতর ; সম্ভবত অশুভ কোনাে ঘটনার আলামত হিসেবে এটা তারা সংরক্ষণ করেছে। মাঝে মাঝে, হলুদ হতে থাকা কাগ দিকে তারা তাকায়, এক পলকের জন্য হলেও, গােপন এবং স আসলে খুনের ঘটনাটা তারা কখনােই আলােচনা করেনি।