জেনারেল সিমন বলিভার, দক্ষিণ আমেরিকার পাঁচটি দেশের ‘মুক্তিদাতা’ ম্যাগডালেনা নদীর ভাটিতে বিষাদময় শেষ ভ্রমণটির সময় পুনর্দশন করেছেন নদী তীরের শহর গুলো এবং হাতড়ে ফিরেছেন তার জীবনের সাফল্য, অনুরাগ ,উৎসাহ, ঘৃণা ও ক্রোধের তীব্র অনুভূতি এবং বিশ্বাসঘাতকতার স্মৃতিগুলো। অপরিমেয় মনোমুগ্ধকর , অত্যাশ্চর্যরুপে সফল যুদ্ধ, প্রেম এবং রাজনীতিতে; তখনও পর্যন্ত তিনি এতটাই উৎসাহ আর দক্ষতার সাথে নাচছিলেন যে প্রত্যক্ষদর্শীরা বিশ্বাস করতে পারছিলনা তিনি অসুস্থ।তিনিই ছিলেন যে ক্ষমতার নিয়ন্ত্রক সেটার বহ্নিমান স্মৃতি এবং তার মহদেশীয় একতা প্রতিষ্ঠার স্বপ্নটি সুকৌশলে এড়িয়ে চলছিল তাকে, কত বেশি অর্জন আর হারানোর যায় এক জীবনে - তিনি হচ্ছেন তারই চলমান দৃষ্টান্ত।