প্রায় বছর তিনেক আগের ঘটনা। আহ্বানটি এসেছিল দৈনিক নিউএজ পত্রিকার সম্পাদক প্রিয় বন্ধু নূরুল কবীরের কাছ থেকে। তাঁরই সম্পাদনায় একটি সাপ্তাহিক পত্রিকা বের হতে যাচ্ছে, সেটির জন্য কিছু অনুবাদের কাজ করে দিতে হবে আমাকে। এমন আহ্বানে সানন্দে সাড়া দেয়া ছাড়া বিকল্প থাকে না। একদিন পত্রিকা অফিসে গিয়ে জানতে পাই, আরেক পরিচিত সাংবাদিক আমীর খসরু সাপ্তাহিক বুধবার নামে প্রকাশিতব্য সেই পত্রিকাটির নির্বাহী সম্পাদকের দায়িত্ব নিয়েছেন। সাথে আছেন চন্দন সরকারও। চন্দনদাই ধরিয়ে দিলেন ইন্টারনেট থেকে ডাউন লােড করা অরুন্ধতী রায়ের ওয়াকিং উইথ দি কমরেডস লেখাটি। বাসায় নিয়ে পড়লাম । ভাল লাগলাে । অনুবাদ করতে গিয়ে ভালােলাগার মাত্রাটা যেন একটু বেড়েই গেল। লেখকের কোনাে কোনাে বক্তব্যের সাথে দ্বিমত পােষণ করার অবকাশ থাকলেও তাঁর দৃষ্টিভঙ্গির স্বচ্ছতা, চিন্তার সততা এবং ঘটনা বর্ণনার বস্তুনিষ্ঠতায় মুগ্ধ না হয়ে পারলাম না।