সেখানে প্লাস্টিকের সস্তা সােফা আর তার সাথে মানানসই ইজি চেয়ার। লিফটটা ওপরনিচ ওঠানামা করে। ফাঁকা হল, সভাকক্ষ, ট্রপিকানা বুফে, দ্য মারমেইড বার লেখা সাইনবাের্ডগুলাে পেরিয়ে এখানে তাকে আনা হয়েছে। যেন সিনেমার ক্যামেরার ভেতর দিয়ে দৃশ্যটা এগিয়ে যায়। ধারাবাহিকভাবে একটার পর একটা দৃশ্য বদলে শেষে দেয়াল ভেদ করে একটা প্রতিকৃতির সামনে এসে দাঁড়ায়। একজন নায়কের প্রতিকৃতি; নাকি একজন দুষ্কৃতকারীর- তার নিজের!