ক্ষমতা লাভের প্রেরণা দুই প্রকার একটি নেতাদের মধ্যে স্পষ্ট, অন্যটি অনুসারীদের মধ্যে প্রচ্ছন্ন। কোনাে নেতাকে স্বতঃস্ফূর্তভাবে অনুসরণ করার উদ্দেশ্য হচ্ছে নেতার নেতৃত্বাধীন দল কর্তৃক ক্ষমতার্জন করা। কারণ তারা মনে করে নেতার সাফল্যই তাদের সাফল্য। অধিকাংশ লােকই বিজয়লাভের লক্ষ্যে নেতৃত্বদানে নিজের যােগ্যতায় ভরসা করতে পারে না। তাই তারা এমন এক ব্যক্তিকে তাদের দলের নেতা বানাতে চায় যার মধ্যে শ্রেষ্ঠত্ব অর্জনের প্রয়ােজনীয় সাহস ও বিচক্ষণতা আছে বলে মনে হয়। এমনকি ধর্মের বেলায়ও এই আবেগ বিদ্যমান। জোরপূর্বক দাসনীতির ধারণা জন্মাবার জন্যে নিয়েজেক খ্রিষ্টবাদকে দোষারােপ করেছেন। কিন্তু সর্বদা লক্ষ্য ছিল সর্বশেষ বিজয়ের। মহিমান্বিত ব্যক্তিবর্গই ভদ্র কারণ তারাই পৃথিবী পাবে,