জলাশয়ের তীরে গজখানেক জমি বেশ ভালভাবে পরিষ্কার ও সমতল করে নিয়ে তার ঠিক মাঝখানে একটা ছােট বেদী (বা স্থণ্ডিল) তৈরি করে মাটি দিয়ে, ওই বেদীর তিনটি থাক (step) রাখা হয়। বেদীর ঠিক মাঝখানে প্রতীকস্তুপ একটি বা দুটি বসানাে হয়। চারটি তীরকাঠি বেদীর চার কোণে পুঁতে সেগুলি পরস্পর লাল সুতাে দিয়ে সংযুক্ত করা হয়-এই প্রকারে বেদীর একটা আবরণ বা বেড়া তৈরি হয়। প্রতীকের উপর একটা লাল রংয়ের চাদোয়াও টাঙানাে হয়।