প্রশ্নপুস্তক গ্রন্থে নেরুদা সৃষ্টি করেছেন গভীরতর অর্থে এক ভঙ্গুরতা এবং অন্তর্দৃষ্টি যা তাঁর আগেকার গ্রন্থগুলাে থেকে আলাদা। এই কবিতাগুলাে একীভূত করে শিশুর বিস্ময়ের সঙ্গে প্রাপ্তবয়স্কের অভিজ্ঞতাকে। একজন বয়স্ক লােক সচরাচর তার যৌক্তিক মনের মালমশলা দিয়ে শিশুর অযৌক্তিক প্রশ্নগুলাের সঙ্গে লড়াই করে। সেখানে নেরুদা চেয়েছেন পরীক্ষিত একটা জীবন থেকে পাওয়া স্বচ্ছতা, যৌক্তিক মনের খোয়াড়ে আবদ্ধ হতে তিনি চাননি। ৭৪টি কবিতার সিরিজে ৩১৬টি প্রশ্নের কোনােটারই যৌক্তিক উত্তরের কোনাে অস্তিত্ব নাই। প্রশ্নগুলাে চিন্তার এমন একটা উপরিতলকে হাজির করে যাতে কারাে নিজের মুখটাই কেবল অধিগম্য হয়।