ধাতব চাকার নিচে পিষ্ট হবার আগে আমি
বুঝতে পারলাম সবচেয়ে সুন্দর হলাে জোছনা,
আর সবচেয়ে মায়াবতী চাঁদ।
আমি হাত বাড়িয়ে ছুঁতে চাইলাম জোছনা,
তাকাতে চাইলাম গােলগাল চাঁদের দিকে,
এক ঝাপটা অন্ধকার এসে চিতার মতাে
লাফিয়ে পড়লাে চোখের ওপর,
আমি অন্ধকার ঠেলে মুঠো মুঠো
জোছনা নিয়ে উড়তে থাকলাম পাখির মতাে।