মে মাস। এয়েমেনেমে এখন গরম। সময়টা যেন গভীর ভাবের। এখানকার দিনগুলাে এখন দীর্ঘ এবং সঁতসেঁতে। প্রবহমান নদীটি ক্ষীণস্রোতা। কেবল হলুদ রং ধরেছে আমগাছে। ডালে কাকগুলাে এই কাঁচাপাকা আম নিয়েই মহাব্যস্ত। চারদিকের গাছগুলাে মরা সবুজ। কলা পেকে লাের গন্ধ ছড়াচ্ছে। পাকা ফলের মাদকগন্ধে নীল মাছি হাওয়ায় উড়ছে ভনভনিয়ে। স্বচ্ছ কাচের জানলায় ধাক্কা খেয়ে মুখ থুবড়ে পড়ছে তীব্র রােদের নিচে।