কিন্তু তার পরও ফুলকে ত্যাগ করা সম্ভব হয় নি সুভাষের। ফুল ফুটুক’ নামে অত্যন্ত আশাবাদী মন নিয়ে লিখেছেন পুরাে একটি কাব্যগ্রন্থ; যেমন লিখেছেন ভিয়েতনামের কবি তাে হু। তাে হুর ব্লাড গ্র্যান্ড ফ্লাওয়ার্স' কাব্যে ফুলের প্রতি অনুরাগ-বিরাগ দুটোই আছে। সুভাষের সঙ্গে মিলে যায় এ কবির চিন্তাধারা, উদ্দেশ্য। ঔপনিবেশিকতার অধিকারে থেকে তাে হু যে কবিতাগুলাে লিখেছেন,