অধিকাংশ পুরুষ ও মহিলা নিজ অথবা বিশ্বসম্পর্কে কোনাে চিন্তা করে না। তারা দেখতে পায় যে তারা সমাজের একটি বিশেষ অংশে জন্মেছে। তারা তাৎক্ষণিক প্রয়ােজনের বাহিরে কিছুই ভাবতে চায় না, মাঠের পশুগুলাের মতােই তাৎক্ষণিক চাহিদা মেটানাের চিন্তা করে, ভবিষ্যতের জন্য কোনাে অগ্রিম চিন্তা করে না। সমাজের কিছু লােকের রয়েছে উচ্চাকাঙ্ক্ষা, তারা ভাগ্যবান লোেকদের অন্তর্ভুক্ত হতে চায়। তাদের মধ্যে খুব কম লােকই রয়েছে যারা নিজেদের সব রকম সুবিধা অর্জন করতে চায়। বিরল ও ব্যতিক্রমী কিছু লােক রয়েছেন যারা মানবজাতির প্রতি ভালােবাসায় আবদ্ধ।