অন্ধকারের মধ্যে আমাদের জানালার নিচ দিয়ে সৈন্যদের মার্চ করে যাওয়ার শব্দ শুনতাম। মােটর-ট্রাক্টর দিয়ে কামান টেনে নিয়ে যাওয়ার আওয়াজও পেতাম। রাতে গাড়ি চলাচল করত বেশি। গাধার পিঠের দুপাশে ঝােলানাে প্যাক স্যাডলে করে গােলাগুলির বাক্স বহন করা হত। সৈন্য পরিবহন করা হত ধূসর রঙের মােটরট্রাকে। বহরে ক্যানভাস দিয়ে ঢাকা মাল টানার ট্রাকও থাকত। সেগুলাে চলত ধীরগতিতে।