বিষয় হিসেবে ইতিহাস সবসময় চ্যালেঞ্জিং এবং বিস্মৃতিপ্রবণও বটে, কারণ একটা সময় আসে যখন ঘটনা ও কল্পনা এবং সারবস্তু ও ছায়াকে আলাদা করা মুশকিল হয়ে পড়ে। পাশাপাশি, এ দেশে ইতিহাস রচনার বিষয়টি অনেক সময় দলের প্রতি অনুগত থাকার কারণে পক্ষপাতদুষ্ট হয়ে থাকে। বাংলাদেশ : ছয় দশক এ জাতীয় ত্রুটিগুলো কাটিয়ে ওঠার এক প্রচেষ্টা, তবে এখানে কেবল ঘটনাবহুল ছয়টি দশকের স্বতন্ত্র ইতিহাস তুলে ধরার চেষ্টা করা হয়নি, বরং সমগ্র জাতির গন্তব্য নির্ধারণকারী ঘটনাগুলোর বস্তুনিষ্ঠ ইতিহাস যথাসম্ভব নির্ভুলভাবে উপস্থাপন করা করেছে। ১৯৪৭ সালে দেশ বিভাগের পর থেকে যে বিষয়গুলো প্রত্যেক বাঙালিকে আলোড়িত করেছিল সেগুলোর ন্যায়সঙ্গত অনুসন্ধান উদ্যোগের ফলাফল হচ্ছে এই গ্রন্থটি।