‘মুজিব ছিলেন কৌশলী, তিনি চেয়েছিলেন তার ন্যায্য অধিকার। অপরদিকে ভুট্টো ছিলেন একরােখা, ক্ষমতার জন্য পাগলপ্রায় এবং এই ভুট্টোই মূলত: পাকিস্তান ধ্বংস করেছেন। একাত্তরে ভুট্টো যেসব কথা বলেছেন, যে গােয়ার্তুমি করেছেন পাকিস্তানের সংহতি বিনষ্টে নিঃসন্দেহে তা ছিল শেখ মুজিবের ছয় দফার তুলনায় অনেক বেশি আত্মঘাতী। তখন ক্ষমতালিপ্সায় ভুট্টো এতটাই পাগল হয়ে উঠেছিলেন যে, এক পাকিস্তানে দুই প্রধানমন্ত্রী তত্ত্ব দাঁড় করাতেও তিনি জেদ ধরেছিলেন। তাঁর উচ্চাভিলাষ এবং একরােখা ও কঠিন মনােভাবের কারণেই পূর্ব পাকিস্তানে বিদ্রোহের আগুন জ্বলে উঠেছিল এবং বাঙালির মন বিষিয়ে তুলেছিল। আর এসব কারণেই পাকিস্তানের সংহতি ধরে রাখা যায়নি। পাকিস্তান থেকে পূর্ব পাকিস্তান আলাদা হয়ে যায়।