য়ুরােপ যাত্রার পথে বেশ কয়েক বারই সুয়েজ কানাল অতিক্রম করেছি। প্রতি বারই মন্থরগামী জাহাজের ডেকে দাঁড়িয়ে, বালুময় দক্ষিণ পশ্চিম সীমান্তের দিকে তাকিয়ে বিষগ্রচিত্তে ভেবেছি, কবে এমন সচ্ছল দিন আসবে, যেদিন আমার বহুকালের স্বপ্ন মিশর দর্শন বাস্তবে রূপায়িত হবে। প্রতি বারই আমার একমাত্র সম্বল ছিল জাহাজের টিকিটটি। তাই প্রায় কুড়ি বছর বাদে যেদিন আমাদের প্লেন কায়রাে বিমান বন্দরের মাটি স্পর্শ করল, সেদিন স্বভাবতই বহুঈশিত এক অভিলাষ পূর্ণ বার পরিতৃপ্তিতে আমার অন্তর নেচে উঠেছিল।