মহা নামকরা জায়গা এই কানপুর আই-আই-টি। ছাত্র হিসেবে এখানে প্রবেশ করতে হলে সাতজন্ম তপস্যা করাও এমন কিছু বেশি নয়। সােনার সঙ্গে সােহাগা মিশিয়ে এই কর্মশালায় গিনি সােনার ঝকঝকে গহনা তৈরি করা হয়, তারপর হানড্রেড পার্সেন্ট বিদেশে এক্সপাের্ট করে দেওয়া হয়, কারণ সােনার গহনা চায় হিরের সঙ্গে সংযুক্ত হতে এবং সেই ফিনিশিং টাচ সম্ভব কেবল মার্কিন মুলুকের বিদ্যাস্থানগুলিতে। এই বাসনার নাম মণিকাঞ্চন বাসনা-যােগবাশিষ্ঠরামায়ণে বলা হয়েছে মণির মণিত্ব + কাঞ্চনের কাঞ্চনত্ব = সামথিং বাড়তি, যা মণিতেও নেই, কাঞ্চনেও নেই।