আমাদের সাহিত্য সাপ্তাহিক ‘হােমানল’ থেকে একটা প্রবন্ধ প্রতিযােগিতার আয়ােজন হয়েছে, ফলাফল ঘােষণা হবে পুজো সংখ্যায়। পুরস্কারের অঙ্কটা নেহাত ফেলনা নয়। মনটা নিশপিশ করল, কে না কে হয়তাে ফার্স্ট প্রাইজটা লুটে নেবে বনগাঁয়ের শেয়াল রাজা’ হয়ে, অথচ ভাল লিখিয়েরা এ-প্রতিযােগিতা গ্রাহ্যও করবে না। ছুটে গেলাম আমাদের তারকদার কাছে।