ইস্কুল-জীবন থেকে গল্প লেখার কলম হাতে নিয়ে কতই না কল্পনার জাল বুনে চলেছি। যতদূর মনে পড়ে, সাহিত্য লেখার খামখেয়ালিপনা শুরু হয়েছিল আমার একটি কবিতা দিয়ে। খুব অল্পবয়সে সেটি প্রকাশিত হয়েছিল মাসপয়লা’ নামের একটি শিশু-কিশাের পত্রিকায়। পত্রিকাটি এখন লুপ্ত। যে-সময়ের কথা বলছি, তখন ছােটদের জন্য নিয়মিত অনেক গুলি মাসিক পত্রিকা প্রকাশিত হত। যেমন: শিশুসাথী, মৌচাক, রংমশাল, রামধনু, ভাই-বোেন, মাসপয়লা প্রভৃতি। এখন কোনওটিই আর চোখে পড়ে না। এইসব পত্রিকায় সেইসময়ের কত প্রখ্যাত লেখকের প্রকাশিত গল্প, কবিতা, উপন্যাস, প্রবন্ধ আমাদের মন ভরিয়ে দিত। তখন সাময়িক ভাবে প্রকাশ বন্ধ ছিল সন্দেশ’-এর। সেই কারণে শৈশবে সন্দেশের স্বাদ আমরা পাইনি।